ডায়মন্ড হারবারে ভেসেল থেকে নামতে গিয়ে নদীতে পড়ে তলিয়ে গেল ২ বোন। নদীতে ভাটার টান এতটাই বেশি ছিল, যে তলিয়ে যায় দুই শিশু। তাদের মধ্যে একজনের বয়স ৬ ও অন্যজনের ৮। সঙ্গে সঙ্গে একজন ঝাঁপ দিয়েও দুই শিশুর কোনও হদিশ পায়নি। ঘটনাটি ঘটে ডায়মন্ড হারবারের প্রশাসনিক ভবনের কাছে ফেরি ঘাটে। খবর পাওয়ার পরই এলাকায় আসেন প্রশাসনিক কর্তারা। কাজে লাগানো হয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। কিন্তু কোনওভাবেই উদ্ধার করা যায়নি তাদের।
জানা গিয়েছে, দুই শিশু ছত্তীশগড়ের রায়পুরের বাসিন্দা। একজনের নাম আতিফা ও অন্যজনের নাম সিত্রাহা। কলকাতার তপসিয়ায় এক আত্মীয়ের বাড়িতে তারা বেড়াতে এসেছিল। সেখান থেকে মা-বাব ও অন্য আত্মীয়া ডায়মন্ড হারবারে বেড়াতে আসেন। রবিবার কুমড়োহাটি যায় ওই পরিবার। সেখানে বেশ কিছুক্ষণ কাটিয়ে ভেসেলে ডায়মন্ড হারবার ফেরার সময়ই ঘটে দুর্ঘটনাটি।
পরিবার সূত্রে খবর, ফেরিঘাটে একটি খালি ভেসেল দাঁড়িয়ে ছিল। এক ভেসেল থেকে অন্য ভেসেলে লাফ দিয়েই পার হতে হয়। শিশুটি লাফ দিতে না পেরে দুটি ভেসেলের মধ্যে দিয়ে গলে যায়। তাকে ধরতে পড়ে যায় তার দিদিও। এক নিমেষে পরিবারের লোকজনের সামনেই নদীতে তলিয়ে যায় ২ শিশু। ঘটনায় শোকাহত পরিবার। কান্নায় ভেঙে পড়েছেন দুই শিশুর মা ও তাদের পরিবার।