দিল্লী রোডের উপর পর পর গাড়িতে ধাক্কা বেপরোয়া লরির।হুগলীর বাঙ্গিহাটির দুর্ঘটনায় মৃত দুই, গুরুত আহত তিন। পুলিশি গাফিলতির অভিযোগে অবরোধ এলাকাবাসীদের।
সোমবার দুপুরে দিল্লি রোডের উপর আচমকাই একের পর এক গাড়িতে ধাক্কা মারতে থাকে বর্ধমানগামী বেপরোয়া একটি লরি। একটি চার চাকা এবং তিনটি বাইককে চাপা দিয়ে ইটের পাজায় আটকে যায় লরিটি।
দূর্ঘটনায় মৃতদের নাম শঙ্কর মালিক (৪২), এবং জয়ন্ত মাঝি (৪৫)। এরা
আহতদের শ্রীরামপুর ওয়ালস্ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এলাকাবাসীরা দিল্লি রোড অবরোধ করে।
Binodini-Rukmini Moitra: রুক্মিণী-সহ গোটা টিমের অধিকাংশই অসুস্থ, মাঝপথে বন্ধ 'বিনোদিনী'র শুটিং
সিভিক ভলান্টিয়ারদের গাফিলতিতেই দুর্ঘটনা বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের।