রাজ্যে (West Bengal) আরও ২০টি নতুন মহিলা থানা (Police Station) গড়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এখন রাজ্যে মহিলা থানা রয়েছে ৪০টি। এরপর তা বেড়ে হবে ৬০। রাজ্যের প্রতিটি মহকুমায় একটি করে মহিলা থানা বানাতে চাইছে নবান্ন (Nabanna)।
রাজ্য সরকার সূত্রের খবর, এই বাড়তি ২০টি মহিলা থানা দু’দফায় গড়ার করার কথা ভাবা হয়েছে। যে পুলিশ-জেলাগুলির অধীনে এখনও মহিলা থানা নেই, সেগুলিতে আগে মহিলা থানা তৈরি হবে। রাজ্যের যে-সব মহকুমায় মহিলা থানা নেই, জেলা পুলিশের কাছ থেকে সেগুলির তালিকা চেয়ে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: Madhyamik 2022: মাধ্যমিক পরীক্ষার্থীকে খুনের অভিযোগ! তুলকালাম ঝাড়গ্রামে
রাজ্যে শেষ মহিলা থানা তৈরি হয়েছে কয়েক বছর আগে। তারপর করোনা অতিমারীর দরুণ পঞ্চম ও ষষ্ঠ দফায় মহিলা থানা গড়ার কাজ হয়নি। কোভিড (Covid-19) পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই মহিলা থানা তৈরির কাজে হাত দেওয়া হয়েছে থানাগুলিতে ইনস্পেক্টর থেকে কনস্টেবল পর্যন্ত সব স্তরেরই মহিলা পুলিশকর্মী থাকবেন।
রাজ্যে মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের ঘটনার তদন্ত করে মহিলা থানাগুলিই। মহিলাদের বিরুদ্ধে অভিযোগের তদন্তও অনেক সময় মহিলা থানাই করে। রাজ্যে প্রথম মহিলা থানা তৈরি হয় ২০১২ সালে, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনে। প্রতিটি মহিলা থানায় এক জন ইনস্পেক্টর, আট জন সাব-ইনস্পেক্টর (এসআই), আট জন এএসআই এবং ৩০ জন কনস্টেবল থাকার কথা।