মৎস্যজীবীদের জালে পড়ল বিশালাকার হাঙর (Shark)। যার ওজন দু'শো কিলো। মাছটি ধরা পড়ার পর সেটিকে দিঘা (Digha) মোহনায় নিয়ে আসা হয়। যা নিয়ে হৈ চৈ দিঘার মোহনায়। মাছ দেখতে ভিড় জমিয়েছিলেন বহু সাধারণ মানুষ এবং পর্যটকরা। অনেকে আবার মাছটির ছবি ক্যামেরা বন্দিও করেন।
হাঙর বিক্রি নিষিদ্ধ। যদিও এদিন মাছটিকে মোহনার নিলাম কেন্দ্রে নিয়ে যায়। মাছ কিনতে হুড়োহুড়ি পড়ে যায়। শেষ পর্যন্ত ২৯ হাজার টাকায় বিক্রি হয় ওই দু'শো কিলোর হাঙর মাছটি। জানা গিয়েছে কলকাতার একটি সংস্থা হাঙরটিকে কিনে নিয়েছে।
আরও পড়ুন - সাতসকালে তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলল ছ'রাউন্ড গুলি, বোমা! ভাটপাড়ায় চাঞ্চল্য