'চুরি হওয়া চাকরি ফেরত চাই'। এবার এই দাবিতেই পথে নামল ২০১৪ সালের টেট উত্তীর্ণ নন-ইনক্লুডেড প্রশিক্ষিত চাকরিপ্রার্থীরা। মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরেও মেলেনি নিয়োগ। দীর্ঘ আট বছরের অপেক্ষা মাঝেই দেড় বছর ধরে রাস্তায় আন্দোলন। মেলেনি সুবিচার। ফলে নিজেদের দাবি নিয়ে ফের পথে রাজ্যের হবু শিক্ষকরা।
জানা গিয়েছে, নিয়োগের দাবিতে সোমবার দুপুরে করুণাময়ী মোড়ের কাছে কয়েক হাজার চাকরিপ্রার্থী জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তাঁদের লক্ষ্য ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের ভবন অর্থাৎ এপিসি ভবন। প্রথমে পুলিশের তরফে বিক্ষোভ উঠিয়ে দেওয়ার চেষ্টা হয়। কিন্তু তাতে কাজ না হওয়ায় শুরু হয় ধরপাকড়ও। টেনে-হিঁচড়ে প্রিজন ভ্যানেও তোলা হয় বেশকিছু আন্দোলনকারীকে। পুলিশি 'হেনস্থা' ও প্রচণ্ড গরমের জেরে অসুস্থ হয়ে পড়েন কয়েকজন। প্রাথমিক চিকিৎসার পর যদিও তাঁদের ছেড়ে দেওয়া হয়। এরপর তাঁরা ফের করুণাময়ীতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান।
আরও পড়ুন- Shibpur Money Recovered: শিবপুরে উদ্ধার কোটি কোটি টাকা, দুই অভিযুক্তের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি
তবে শেষমেশ ৪ বিক্ষোভকারীকে স্মারকলিপি জমা দেওয়ার জন্য যেতে দেওয়া হয় এপিসি ভবনে। অসুস্থ বিক্ষোভকারীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলেই খবর। তবে তাঁদের দ্রুত নিয়োগ না হলে আমরণ অনশনের হুমকি দিয়েছেন রাজ্যের হবু শিক্ষকরা।