শুক্রবার সকাল থেকেই ভোগান্তিতে জেরবার নিত্যযাত্রীরা। শিয়ালদহের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম বন্ধ, চলছে ট্রেনের যাত্রিধারণ পরিকাঠামো বৃদ্ধি সংক্রান্ত কাজ। এর জেরে বাতিল প্রায় ৯০টি ট্রেন। যে গুটিকয়েক ট্রেন চলছে, তাতেও উপচে পড়ছে ভিড়। এর মধ্যেই ঘটে গেল মর্মান্তিক এক ঘটনা। এদিন ভিড় ঠাসা ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল ২২ বছরের এক যুবকের। মৃতের নাম মহম্মদ আলি হাসান আনসারি।
স্থানীয়দের দাবি, শুক্রবার সকালে আটটা বত্রিশ মিনিটে ব্যারাকপুর লোকালে কোনওরকমে টিটাগড় স্টেশন থেকে উঠেছিলেন ওই যুবক। ট্রেন ছেড়ে ২০০ মিটার এগোনোর পরই ট্রেন থেকে ওই যুবক পড়ে যান বলে খবর। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হলেও শেষ রক্ষা হয়নি। বিএন বসু হাসপাতালে চিকিৎসা শুরুর পরেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। গোটা ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে যাত্রীদের মধ্যে।
Train Cancel: স্টেশনে স্টেশনে উপচে পড়া ভিড়, একাধিক ট্রেন লেট, শুক্রবার সকাল থেকেই ভোগান্তি যাত্রীদের
এক প্রত্যক্ষদর্শীর দাবি, ‘‘ছেলেটা টিটাগড় থেকে উঠেছিল। ভিতরেও ঢুকতে পারেনি, এত ভিড়! বাইরেই ঝুলছিল।” হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ মৃতের পরিবারের।