করোনা(Coronavirus) আবহে এবার মধ্যমগ্রামে শুরু হল তিনদিনের টানা লকডাউন(Lockdown)। মধ্যমগ্রাম পৌরসভার(Madhyamgram Municipality) তরফে এলাকার সমস্ত বাজার, দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ যাতে রাস্তায় না বেরোন, তার জন্য সতর্ক করা হয়েছে। শুধু তাই নয়, প্রত্যেককে মাস্ক, স্যানিটাইজার ব্যবহার সহ কোভিডবিধি(Covid Restrictions) মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে পৌরসভার তরফে।
রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোভিড(Covid-19) আক্রান্তের সংখ্যা। তার সঙ্গে পাল্লা দিচ্ছে ওমিক্রন(Omicron)। এই দুই ভাইরাসের জোড়া ফলায় কার্যত নাজেহাল আমজনতা।
আরও পড়ুন- Coronavirus: পূর্ব রেলের ৪ হাজারের বেশি কর্মী করোনা আক্রান্ত, পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা
সরকারের তরফে গোটা রাজ্যে(West Benga) লকডাউন না করে ধাপে ধাপে বিভিন্ন এলাকায় লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জীবন-জীবিকা স্বাভাবিক রেখেও সংক্রমণ কমানোর জন্য এই সিদ্ধান্ত রাজ্য সরকারের(West Bengal Govt.)।