শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কের সামনে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু ৩ জনের। ৩১ নম্বর জাতীয় সড়কে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় একজনের। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, গাছে সজোরে ধাক্কা মেরে বেশ কিছুটা দূরে ছিটকে যায় গাড়িটি। গাড়িতে চালক-সহ মোট ৫ জন গাড়িতে ছিলেন। আহতদের উদ্ধার করে ৩ জনকে শিলিগুড়ি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালেই মৃত্যু হয় ২ জনের। ঘটনাস্থলে আসে শিলিগুড়ির ভক্তিনগর থানার পুলিশ। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালক হরপন রাজপুত গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী বলেন, "গাড়িটি কালিম্পংয়ের দিক থেকে আসছিল।ঘটনাস্থলেই ১ জনের মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় বাকি ২ জনের মৃত্যু হয়।"