ছেলের জন্মদিনের দিন বিদ্যুৎস্পৃষ্ট (Electrocuted) হয়ে মৃত্যু হল বাবার । ওই ঘটনায় একই পরিবারের আরও দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে । মৃতদের নাম বাবলু মুর্মু , কবিরাজ মুর্মু ও হপনময়ী মুর্মু । একজনকে আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে । রবিবার জন্মদিনের অনুষ্ঠান চলছিল বাড়িতে । সেইসময় ঘটনাটি ঘটে । উত্তর দিনাজপুরের ইটাহারের ঘটনা (Itahar Electrocution Incident) ।
জানা গিয়েছে, উত্তর দিনাজপুরের ইটাহার থানার তিলনা গ্রামের বাসিন্দা বাবলু মুর্মু ও গোপাল মুর্মু দুই ভাই । রবিবার সন্ধ্যায়, তাঁদের ছেলের জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল । জানা গিয়েছে, জন্মদিনের অনুষ্ঠান চলার সময়ই বাবলুর জেঠু কবিরাজ মুর্মু ও জেঠিমা হপনময়ী মুর্মু বিদ্যুৎস্পৃষ্ট হন । একইসময় সুইচ অফ করতে গিয়ে তড়িদাহত হন বাবলু ও তাঁর ভাই । সঙ্গে সঙ্গে তাঁদের রায়গঞ্জ মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয় । কিন্তু, বাবলু এবং তাঁর জেঠি-জেঠিমাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ।
আরও পড়ুন, Narendra Modi : গঙ্গার উন্নতি সাধনে নিজের পাওয়া ১২০০ উপহার নিলামে তুলছেন প্রধানমন্ত্রী
আশঙ্কাজনক অবস্থায় গোপাল মুর্মু হাসপাতালে ভর্তি রয়েছেন । শট সার্কিটের জেরেই এই ঘটনা ঘটেছে বলে আশঙ্কা করা হচ্ছে ।