রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কম্বলদান অনুষ্ঠানে দুর্ঘটনা। বিশৃঙ্খলা-ধাক্কাধাক্কিতে মৃত্যু হয়েছে কমপক্ষে ৩ জনের। আহত হয়েছেন কম করে ৫ জন। ঘটনাটি ঘটেছে আসানসোলের (Asansol) রামকৃষ্ণডাঙায়।
বুধবার বিজেপির একটি অনুষ্ঠানে দুঃস্থদের কম্বল বিতরণের অনুষ্ঠানে যোগ দেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। শুভেন্দু ওই অনুষ্ঠান থেকে বেরিয়ে যাওয়ার পরই কম্বল নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। তাতেই পদপিষ্ট হয়ে মারা যান বলে খবর। আহতও হয়েছে বেশ কয়েকজন। স্থানীয় সূত্রে খবর, আহতদের মধ্যে বেশ কয়েকজন শিশুও আছে।
আরও পড়ুন: আবাস যোজনা নিয়ে কড়া প্রশাসন, ১৫ দফা শর্তপূরণ না করলে যাচাই, নির্দেশ নবান্নের
জানা গিয়েছে, শুভেন্দু অধিকারীর সভার কোনও পুলিশি অনুমতি ছিল না। সেই নিয়েই বিরোধী দলনেতাকে কটাক্ষ করেছে তৃণমূল। স্থানীয় তৃণমূল নেতারা জানিয়েছেন, পুলিশের অনুমতি নিলে প্রাণহানির ঘটনা ঘটত না।