কোচবিহারে (Cooch Behar) ভিড়ে ঠাসা বাজারে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় প্রাণ হারালেন ৪ জন। মৃতদের মধ্যে একজন শিশুও রয়েছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বেশ কয়েকজন। ঘটনাস্থলে বেশ কয়েকটি দোকান দুমড়ে মুচড়ে যায়। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জের (Tufangunj) মারুগঞ্জে। ঘটনাস্থলে এসেছে তুফানগঞ্জ থানার পুলিশ। চলছে উদ্ধারকাজ। মত্ত অবস্থায় ডাম্পার চালককে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, তুফানগঞ্জ থেকে কোচবিহারের দিকে একটি ডাম্পার যাচ্ছিল। হঠাৎ করেই মারুগঞ্জের ভিড়ে ঠাসা বাজারে ঢুকে পড়ে ডাম্পারটি। বেশ কয়েকটি দোকান ভেঙে যায়। মৃতদেহগুলি উদ্ধার করে কোচবিহার এমজিএম হাসপাতাল ও তুফানগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের।
আরও পড়ুন: ঝালদায় তপন কান্দুর ওয়ার্ডে এবার কংগ্রেসের প্রার্থী ভাইপো মিঠুন
দুর্ঘটনার পরই ডাম্পারের চালক সেখান থেকে পালিয়ে যায়। যদিও পরে বেপরোয়া ডাম্পারের চালককে গ্রেফতার করেছে তুফানগঞ্জ থানার পুলিশ।