শিলিগুড়িতে ভয়াবহ দুর্ঘটনা (Siliguri Accident ) । সিকিম (Sikkim) থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল ৪ জনের । মৃতেরা হলেন অরুণ ছেত্রী, বিকাশ গুপ্তা, সাগর তামাং এবং বিনোদ রাই । অরুণ বাদে সকলেই গ্যাংটকের বাসিন্দা । জানা গিয়েছে, এদিন তাঁদের গাড়িতে এদিন ছোট মালবাহী গাড়ি ধাক্কা মারে । শিলিগুড়ির (Siliguri Accident ) সাতমাইল এলাকায় দুর্ঘটনাটি ঘটে ।
জানা গিয়েছে, এদিন সকালে চারজন যাত্রী নিয়ে সিকিম থেকে শিলিগুড়ির দিকে আসছিল গাড়িটি । সেইসময় উল্টো দিক থেকে একটি মালবাহী গাড়ি শিলিগুড়ি থেকে রওনা হয় । সাতমাইল এলাকায় দু’টি গাড়ির ধাক্কা লাগে। দুর্ঘটনার জেরে গাড়ি দু’টি জঙ্গলে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের । বাকি তিনজনকে গুরুতর জখম অবস্থায় শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । কিন্তু, বরাত জোরে বেঁচে যান গাড়ির ড্রাইভার । তাঁর সামান্য চোট রয়েছে । শিলিগুড়ি জেলা হাসপাতালে তাঁর প্রাথমিক চিকিৎসা করা হয়েছে ।
আরও পড়ুন, Anubrata Mondal: দোলেই দিল্লি নিয়ে যাওয়া হতে পারে অনুব্রত মণ্ডলকে
দু'টি গাড়িই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে । সেগুলিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ । তবে, কীভাবে দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন তাঁরা ।