বাঁকুড়ায়(Road Accident in Bankura) পুলিশের টহলদারি ভ্যান উল্টে জখম সেকেন্ড অফিসার সহ ৪ পুলিশকর্মী। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটে ইন্দাসের শুকোপুকুর এলাকায়।
পুলিশ সূত্রে খবর, ভোরের ঠাণ্ডায় চালক ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারায় গাড়িটি। শেষ মুহূর্তে সজাগ হলেও আর সামলানো যায়নি। দুর্ঘটনার আওয়াজে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই পুলিশ কর্মীদের উদ্ধার করেন। এরপর তড়িঘড়ি তাঁদের ইন্দাস(Indus Police Station) প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।