রাজ্যের ফের গণর্ধষণের অভিযোগ। আরও সেই বোলপুর। এই নিয়ে গত ৩০ দিনের মধ্যে চারটে গণধর্ষণের ঘটনা ঘটল বীরভূমের এই অঞ্চলে। বন্ধুর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলার ‘শাস্তি’ হিসাবে এক নাবালিকাকে গণধর্ষণ করে নেটমাধ্যমে ভিডিও ভাইরাল করার অভিযোগ উঠল। এই ঘটনায় চার যুবককে আটক করেছে বোলপুর থানার পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, বোলপুরেই ওই নাবালিকার বাড়ি। চার দিন আগে ওই নাবালিকাকে এক বন্ধুর সঙ্গে দেখে চার স্থানীয় যুবক। অভিযোগ, এর পর মেয়েটিকে ভয় দেখিয়ে যৌন নির্যাতন করে তারা। এমনকি তার দৃশ্য বন্দি করে রাখা হয় ফোনের ক্যামেরায়। পরে সেই ভিডিও নেটমাধ্যমে পোস্ট করা হয়। ওই ভিডিয়ো ভাইরাল হওয়ার পর পুলিশের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার। যদিও পুলিশের দাবি, ওই ভিডিও ছয় মাস আগের।
তবে শনিবার রাতে অভিযুক্ত চার জনকে জিজ্ঞাসাবাদের পর আটক করেছে পুলিশ। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল ছড়িয়েছে এলাকায়। এই নিয়ে গত এক মাসে বীরভূমে চার চারটি ধর্ষণের অভিযোগ উঠল। দু’টি বোলপুরে, একটি খয়রাশোল এবং এ বার আবারও বোলপুরে গণধর্ষণের অভিযোগ উঠল।