শিবপুরে ফের কোটি কোটি টাকার হদিশ। শিবপুরের মন্দিরতলায় ৫৩৫ নম্বর অপ্রকাশ মুখোপাধ্যায় লেনে ব্যবসায়ী শৈলেশ পাণ্ডের একটি ফ্ল্য়াট থেকে পাওয়া গেল নগদ ৫ কোটি ৯৫ লক্ষ টাকা ও গয়না। মধ্যরাত পর্যন্ত তার ফ্ল্যাটে মেশিনে গোনা হয় টাকা। এখনও পলাতক শৈলেশ পাণ্ডে। টাকা উদ্ধারের পর তাঁর ফ্ল্যাট সিল করে দেন গোয়েন্দারা।
আবাসনের চারতলার ফ্ল্যাটে তালা ভেঙে প্রবেশ করেন কলকাতা পুলিশের আধিকারিকরা। এই ফ্ল্যাটের নেমপ্লেটে আছে শৈলেশ পাণ্ডে ও তাঁর ভাই রোহিত রোহিত পান্ডের নাম। টাকা গোণার মেশিন আনা হয়। রবিবার রাত সাড়ে আটটা নাগাদ ফ্ল্যাটে ঢোকে পুলিশ। তারপরই উদ্ধার হয় কোটি কোটি টাকা।
ঘটনার পর থেকে শৈলেশ পান্ডে ও তার পরিবারের কোনও খোঁজ পাওয়া যায়নি। আবাসনের দারোয়ানও এই বিষয়ে কিছু বলতে পারেননি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বেসরকারি ব্যাঙ্ক তাদের এক গ্রাহকের অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন দেখে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করে। এরপরই লালবাজারের গোয়েন্দা বিভাগ তদন্ত শুরু করে। শিবপুরের একটি অভিজাত আবাসনের গাড়ি উদ্ধার হয় কোটি কোটি টাকা ও সোনা-হিরের গয়না।