বোলপুরে ৫০ বিঘা খামারবাড়ি ছিল অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)। গ্রেফতার হওয়ার পর প্রকাশ্যে এল এই বিস্ফোরক তথ্য। ওই খামারবাড়ির (Farm House) কেয়ারটেকারের দাবি, ৫০ বিঘা জমি ও বাড়ির মালিকানা বীরভূমের তৃণমূলের জেলা সভাপতির নামেই।
অনুব্রত মণ্ডলের গ্রেফতারের পরই জেলাজুড়ে তল্লাশি চালাচ্ছে সিবিআই। বোলপুরের (Bolpur) সিয়ানে একটি ৫০ বিঘা জমির খোঁজ পেয়েছে সিবিআই। ওই বাড়ির কেয়ারটেকার পরিবার জানিয়েছে, ২০ বছর আগে এই সম্পত্তি কিনেছিলেন তিনি। সেখানে ধান, মাছ ও সবজির চাষও হত। যদিও বাড়ি অনুব্রতর কিনা, তার কোনও নথি সিবিআইয়ের (CBI) হাতে আসেনি।
আরও পড়ুন: প্রশাসনিক নিষেধাজ্ঞা এড়িয়ে দিঘায় সমুদ্রস্নান, তারপর কী হল...
এদিকে গরুপাচার মামলায় (Cattle Smuglling) বীরভূমের জেলা সভাপতির গ্রেফতারির পর সংগঠন নিয়ে বৈঠক করছে তৃণমূল কংগ্রেস (TMC)। দলীয় সূত্রে জানা গিয়েছে, বৈঠকে আছেন বীরভূমের জেলার চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়। বীরভূম জেলার সব তৃণমূল বিধায়ক ও জেলাকমিটির সদস্যরাও সেই বৈঠকে ছিলেন। আচমকা গ্রেফতার হয়েছেন জেলা সভাপতি। কীভাবে পরিস্থিতি সামলাতে হবে, তা নিয়েই বৈঠক করেন জেলা তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা।