বিরাটিতে বহুতলের একাংশ ভেঙে মহিলার মৃত্যু ঘটনায় গ্রেফতার ৬ । ধৃতদের মধ্যে রয়েছেন ওই বিল্ডিয়ের প্রোমোটারও । উল্লেখ্য, বিরাটির ঘটনায় চারজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল । মৃতার স্বামীর অভিযোগের ভিত্তিতে ওই চারজনের বিরুদ্ধে তদন্ত শুরু করে পুলিশ । তারপরেই বাড়ির প্রোমোটার, লেবার ইনচার্জ সহ ছয়জনকে গ্রেফতার করা হয় ।
বিরাটির ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন মেয়র ফিরহাদ হাকিম । তিনি বলেন, 'আমি এত দিন ভাবতাম, উপর মহল থেকে নির্দেশ দিলেই কাজ হয়ে যায়। কিন্তু আদতে যে তা হয় না, সেটা দেখতে পাচ্ছি। আমার দুর্ভাগ্য যে এত চেষ্টা সত্ত্বেও দুর্ঘটনা আটকাতে পারছি না। আমি পুলিশ কমিশনারের সঙ্গে ইতিমধ্যে কথা বলেছি।'
শনিবার উত্তর দমদম পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের শরৎ কলোনিতে একটি নির্মীয়মাণ বহুতলের ইট মাথায় পড়ে প্রাণ হারান এক মহিলা। মৃতের নাম সোমা শর্মা চৌধুরী। স্থানীয় সূত্রে খবর, একটি নির্মীয়মাণ বহুতলের ইট মাথায় ভেঙে পড়ায় মৃত্যু হয়েছে তাঁর । মৃতার স্বামী-সহ এলাকার মানুষের অভিযোগ বেআইনি ভাবেই নির্মাণ হচ্ছিল এই বহুতল। ঘটনার পরই এয়ারপোর্ট থানায় বেআইনি নির্মাণের অভিযোগ দায়ের করেন মৃতার স্বামী ।