মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল কাতরাসের ধানবাদ রেলওয়ে ডিভিশনের নিচিতপুর রেলগেটের কাছে। রেলের ওভারহেডের তারের কাজ করতে গিয়ে ঝলসে মারা গেলেন ৬ জন। ২৫ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যান তাঁরা। রেল সূ্ত্রের খবর, আহত হয়েছেন অনেকে। এই ঘটনার ফলে বন্ধ হয়ে যায় হাওড়া-নয়াদিল্লি রুটের ট্রেন পরিষেবা। স্তব্ধ হয়ে যায় লোকাল ট্রেনের চলাচলও।
ঘটনার সুত্রপাত সোমবার হাওড়া নয়াদিল্লি রেলরুটে ধানবাদ এবং গোমোর মাঝামাঝি এই নিচিতপুর গেটে। এই ঘটনার পর কালকা থেকে হাওড়াগামী ডাউন নেতাজি এক্সপ্রেসকে তেঁতুলমারি স্টেশনে আটকে দেওয়া হয়। হাওড়া থেকে বিকানেরগামী প্রতাপ এক্সপ্রেস ধানবাদ স্টেশনে থামিয়ে দেওয়া হয়েছে। আপাতত ওই রুটে রেল চলাচল বন্ধ রয়েছে বলেই জানানো হয়েছে রেলের তরফে।