রক্ষণাবেক্ষণের অভাবে রাস্তায় নামানো যাচ্ছে না সরকারি বাস। কারণ পরিকল্পনা খাতে টাকা নেই। যার জেরে বেহাল অবস্থা সরকারি বাসগুলির। সব থেকে বেশি খারাপ অবস্থা এসি বাসগুলির। এসি-র গ্যাস চার্জ হতে সমস্যা হচ্ছে। বাস তো ঠাণ্ডা হচ্ছেই না, উল্টে মাঝ পথে বাস বিগড়ে যাচ্ছে। নামিয়ে দিতে হচ্ছে যাত্রীদের। ফলে, চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা।
পরিবহণ দফতর সূত্রে খবর, বর্তমানে ৬৩টি এসি ভলভো রয়েছে। যার মধ্যে ২৫ টি বাস রাস্তায় নামানো হয়। বাকি সব বাস রক্ষণাবেক্ষণের অভাবে ডিপোতে পড়ে রয়েছে।অশোক লেল্যান্ডের ৩৫০টি এসি বাস রয়েছে, তার মধ্যে ১২০-১৩০টা রাস্তায় নামছে। যেগুলির পাখা বিকল। ঠাণ্ডা থাকছে না বাস। আর একবার খারাপ হলে টাকার অভাবে তাতে হাত দিতে পারছে না রক্ষণাবেক্ষণকারী সংস্থা।
আরও পড়ুন - বাংলা ভাষা 'বিলুপ্তপ্রায়', চাকরি খোয়ালেন ইংরেজি মাধ্যম স্কুলের শিক্ষিকা
বেসরকারি বাসের ভাড়া নিজেরাই বাড়িয়ে নিয়েছেন মালিকরা। কিন্তু সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবে সরকারি বাসের ভাড়া বাড়ায়নি সরকার। ফলে আর্থিকভাবে লাভ হচ্ছে না। তার উপর ফান্ডের টাকা না থাকায় দিন দিন আরও খারাপ হচ্ছে সরকারি বাসের পরিষেবা।