চাকরির সুপারিশপত্র বাতিলের ২৪ ঘন্টার মধ্যেই ফের আদালতে(Calcutta High Court) গেলেন নিয়োগ বাতিলের কোপে পড়া ৬১৮ জন শিক্ষক। নিয়োগ বাতিল মামলায় হাইকোর্টের রায়দান স্থগিত থাকার মধ্যেই কীকরে চাকরি বাতিলের সিদ্ধান্ত নিল এসএসসি(SSC on Recruitment Scam), তা নিয়ে প্রশ্ন সদ্য চাকরিহারানো ওই শিক্ষকদের। কলকাতা হাইকোর্টের রায়দান পর্যন্ত কেন অপেক্ষা করা হল না, তা জানতে চেয়ে এবার ডিভিশন বেঞ্চের দারস্থ হলেন ওই ৬১৮ জন শিক্ষক।
মঙ্গলবার এই বিষয়ে বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের(Calcutta High Court Division Bench) দারস্থ হন ওই ৬১৮ জন। এ বিষয়ে অতিরিক্ত হলফনামাও জমা দিতে চান তাঁরা। ওই শিক্ষকদের আবেদনে সাড়া দিয়ে বিচারপতিরা জানান, বুধবার মামলাটির শুনানি হবে কলকাতা হাইকোর্টে।
আরও পড়ুন- WB Budget 2023: বুধবার রাজ্যের বাজেট, পঞ্চায়েত ভোটের আগে বিকল্প আয়ের দিশার খোঁজে বঙ্গবাসী
সোমবার রাতেই নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় ২০১৬ সালে নিযুক্ত 'অযোগ্য' ৮০৫জন শিক্ষকের মধ্যে ৬১৮ জনের সুপারিশপত্র বাতিল করে এসএসসি। আগেই বিচারপতি বিশ্বজিৎ বসু(Justice Biswajit Basu) 'অযোগ্য' ৮০৫ জনের ব্যাপারে পদক্ষেপ নিতে নির্দেশ দেয় স্কুল সার্ভিস কমিশনকে(WBSSC Recruitment Scam)। সেই নির্দেশমতোই প্রথম ধাপে ৬১৮ জনের নিয়োগ বাতিল করে এসএসসি।