শনিবার ১৮ তম লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করা হয়। ১৯ এপ্রিল থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হবে। এবং ফল ঘোষণা হবে ৪ জুন। বাংলায় ৪৪ দিন ধরে চলবে ভোটগ্রহণ। যা একপ্রকার নজিরবিহীন। সাত দফাতেই হবে এরাজ্যের ভোটগ্রহণ।
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই নির্ঘণ্ট স্বাগত জানালেও তৃণমূল কংগ্রেস যে এই সিদ্ধান্তে খুব একটা খুশি নয় তা একপ্রকার পরিষ্কার করে দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। যদিও এত দিন ধরে রাজ্যে নির্বাচনের পারদ চরমে রাখা বেশ কঠিন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
রাজনৈতিক মহলের একাংশের মত, প্রায় দেড় মাস ধরে নির্বাচনের উত্তেজনা ধরে রাখা রাজনৈতিক দলগুলির ক্ষেত্রে বেশ চ্যালেঞ্জের। অন্যদিকে বাঁকুড়া, পুরুলিয়ার মতো জঙ্গলমহলে ভোট হবে ২৫ মে। অর্থাৎ প্রখর গ্রীষ্মে কতটা ভোটদানের হার ধরে রাখা যাবে সে নিয়েও চিন্তিত প্রতিটি রাজনৈতিক দল।