দেখতে অবিকল অনুব্রত মণ্ডল। আর চেহারার এই মিলেই এখন মহা বিড়ম্বনায় পড়েছেন শেওড়াফুলির মাছ বিক্রেতা সুকুমার হালদার। রাজনীতির সঙ্গে কস্মিনকালেও তাঁর সম্পর্ক নেই। কিন্তু তাঁর ছবিই এখন 'অনুব্রত মণ্ডল' হিসেবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। গরুপাচার কাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতার সঙ্গে তাঁর নাম জুড়ে যাওয়ায় রীতিমতো সমস্যায় পড়েছেন ওই মাছ বিক্রেতা। ঘটনার জেরে বিরক্ত তাঁর স্ত্রী।
জানা গিয়েছে, এই শেওড়াফুলি বাজারেই গত ৩০ বছর ধরে মাছ বিক্রি করছেন সুকুমার। এক দুর্ঘটনায় ওই ব্যবসায়ীর পা ভেঙে যায় বলেও খবর। অস্ত্রোপচার করেও সেই ভাঙা পা আর জোড়া লাগেনি। সেই অস্ত্রোপচারের টাকা জোগাতে বাড়ি বিক্রি করে ভাড়াবাড়িতে আশ্রয় নেন সোশ্যাল মিডিয়ার ভাইরাল 'অনুব্রত'।
আরও পড়ুন- India vs Australia: চতুর্থ টেস্টে মধ্যাহ্নভোজের পর চালকের আসনে অস্ট্রেলিয়া, মরিয়া ভারত