যেন মৃন্ময়ী দেবীর নিরঞ্জনের পরেই চিন্ময়ী দেবীর আবির্ভাব। শুক্রবার সকালে মাঝ গঙ্গা থেকে উদ্ধার একরত্তি শিশুকন্যা। প্রত্যক্ষদর্শীরা জানান, বেবি বাথ টব পুলেই ভাসছিল শিশুটি। নৌকা নিয়ে বাসিন্দারাই উদ্ধার করে শিশুটিকে। এই ঘটনার জেরে চাঞ্চল্য দেখা দিয়েছে মালদার বিলাইমারি এলাকায়।
জানা গিয়েছে, শুক্রবার সকালে গঙ্গার পাড়ে বসেছিলেন কয়েকজন যুবক। তাঁরাই প্রথম খেয়াল করেন গঙ্গাবক্ষে মানুষের মতো কিছু ভাসছে। গঙ্গায় ভাসতে থাকা খেলনা বেলুনের মতো কিছু থেকে শিশুর কান্নার আওয়াজ আসায় তাঁদের সন্দেহ আরও বাড়ে। এরপরেই নৌকা জোগাড় করে নিজেরাই ওই বস্তুটির কাছে যেতেই অবাক হয়ে যান তাঁরা। উদ্ধার করা হয় শিশুটিকে।
চিকিৎসকদের মতে শিশুটির বয়স মাত্র পাঁচ-ছয় দিন। বিষয়টি মানিকচক থানাকে জানানো হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, কন্যাসন্তান বলেই শিশুটিকে জলে ভাসিয়ে দেওয়া হয়েছে। মালদার হরিশ্চন্দ্রপুর, রতুয়া বা পাশের রাজ্য বিহার থেকেও ভেসে আসতে পারে শিশুটি। এমনটাই অনুমান পুলিশের।