ডুয়ার্সের চা বাগানে আচমকাই হাতির হানা। রবিবার সকালে আচমকাই ৩০-৩৫ টি হাতির দল ঢুকে পড়ে চা বাগানে। আতঙ্কিত হয়ে পড়েন বাগানের শ্রমিকরা। হাতির দল দেখতে ভিড় জমান স্থানীয়রা। খবর দেওয়া হয় বনদফতরে।
কর্মীরা এসে দেখেন ঘটনাস্থলে ভিড় করেছে স্থানীয়রা। বিড়ম্বনায় পড়ে বনদফতর। ইতিমধ্যেই স্থানীয়দের নিরাপত্তার কারণে তাঁদের দূরে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে বনদফতর। হাতির দলকেও জঙ্গলে ফেরানোর তোড়জোড় শুরু করা হয়েছে।
ডুয়ার্সের বানারহাট ব্লকের মোগলকাটা চা বাগানে রবিবার সাতসকালে ঢুকে পড়ে ৩০-৩৫ টি হাতির দল। আর এই হাতির দল দেখার জন্য স্থানীয়রা ভিড় করেন চা বাগান এলাকায়। ভিড় এতটাই বেশি ছিল যা দেখে হাতিরদলটি কোনদিকে যাবে তা বুঝতে না পেরে দিশাহীন হয়ে পড়ে। ভিড় সামাল দিতে হিমশিম খেয়ে যান বনদফতরের কর্মীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াড। যারা হাতির পরিবর্তে স্থানীয়দের সরাতে ব্যস্ত হয়ে পড়েন। তবে, কোনও অপ্রিতিকর ঘটনা ঘটেনি। ভিড় সরিয়ে ওই হাতির দলের উপর নজর রাখছে বনদফতর। এখনও ওই এলাকায় রয়েছে হাতির দলটি। বিকেলের মধ্যে জঙ্গলে না ঢুকলে দলটিকে জঙ্গলে ফেরত পাঠানো হবে বলে জানানো হয়েছে বনদফতরের পক্ষ থেকে।