KYC আপডেটের (KYC update) মাধ্যমে প্রতারণাই (Cyber crime) এখন সাইবার অপরাধীদের নতুন হাতিয়ার। এই ফাঁদে পড়েই প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা হারাতে হল হলদিয়ার এক শিক্ষককে (Haldia Teacher)। ওই স্কুল শিক্ষকের নাম সায়নদীপ মাইতি।
তিনি জানান, তাঁর বাবার হার্টের অসুখের চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন পড়ে যে কোনও সময়। তাই নিজের সেভিংস অ্যাকাউন্টেই টাকা রেখে দিয়েছিলেন।
রবিবার দিন বিএসএনএল (BSNL) কাস্টমার কেয়ারের এক্সকিউটিভ পরিচয় দিয়ে তাঁকে একজন ফোন করেন। সায়নদীপ বাবুকে বলা হয়, তখনই তাঁর ফোনে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। নইলে ফোনের আউটগোয়িং পরিষেবাটি বন্ধ হয়ে যাবে।
অ্যাপ ডাউনলোডের পর তাঁকে বলা হয় ফোনে ১০ টাকা রিচার্জ করতে। এরপরই তাঁর অ্যাকাউন্ট থেকে একের পর এক অ্যামাউন্ট ডেবিট হওয়ার মেসেজ ঢুকতে থাকে ফোনে। তড়িঘড়ি এটিএমে গিয়ে তিনি দেখেন ততক্ষণে প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা লোপাট হয়ে গিয়েছে! হলদিয়ার দুর্গাচক থানা ও তমলুকের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের করেছেন সায়নদীপ।