দিঘার পর এবার তাজপুরে কাঁকড়া-আতঙ্ক। কাঁকড়া খেয়ে প্রাণ গেল এক পর্যটকের। ইতিমধ্যেই পুলিশের তরফে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।ঘটনার তদন্তে নেমেছে দিঘা মোহনা কোস্টাল থানার পুলিশ(Digha Coastal Police station)।
জানা গেছে, নিহত পর্যটকের নাম সুদীপ মুখোপাধ্যায়। তিনি সোদপুরের(Sodepur) শুকচর ১৩৯ নরসিংহ দত্ত ঘাট রোডের বাসিন্দা। শনিবারই পরিবার নিয়ে দিঘায় বেড়াতে যান। রবিবার গিয়েছিলেন তাজপুর(Tajpur)। সকাল থেকেই ঘোরাঘুরির পর দুপুরে স্থানীয় একটি হোটেলে খাওয়াদাওয়া করেন। তারপর সমুদ্রে স্নান করতে নামেন। কিন্তু কাঁকড়া খাওয়ার পর থেকেই শরীরে অস্বস্তি শুরু হয়। বাড়ির লোকজনকে তা জানান তিনি। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় দিঘা হাসপাতালে(Digha Hospital)। তবে তাতেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা জানান, মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। দিঘা মোহানা কোস্টাল থানার পুলিশ(Digha Police) দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
আরও পড়ুন- West Bengal Weather Update : সোমবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস
এর আগে গত ২১ নভেম্বর দিঘায় বেড়াতে গিয়ে সামুদ্রিক কাঁকড়া খেয়ে মৃত্যু হয় বেহালার(Behala Youth) সৌম্যদীপ শিকদারের। তার ঠিক মাসখানেক পরেই বীরভূমে মৃত্যু হয় এক তরুণীর। এক্ষেত্রেও মৃত্যুর কারণ হিসাবে কাঁকড়ার(Ocean Crab) কথাই উঠে এসেছে। তবে মৃত্যুর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই দিঘা মোহনা কোস্টাল থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা(Unnatural Death Case) রুজু করেছে।