ট্রাফিক আইন না মেনে বেপরোয়া গাড়ি চালানোর ভুরি ভুরি অভিযোগ রয়েছে। এবার ট্রাফিক আইন ভেঙে চলে যাওয়া ঠেকাতে অভিনব শাস্তির বিধান বাঁকুড়ায়। আইন অমান্যকারী ব্যক্তিকে দেওয়া হল আধ ঘণ্টা ট্রাফিক সামলানোর দায়িত্ব।
ঘটনাটি বাঁকুড়ার কোতুলপুরের। প্রতিদিনের মতোই শনিবার নেতাজি মোড়ে কোতুলপুর জয়পুর ট্রাফিক ওসি অলকেশ পতির নেতৃত্বে চলছিল হেলমেট বিহীনদের বিরুদ্ধে অভিযান। বিরাট পুলিশ বাহিনী নিয়ে হেলমেট, গাড়ির কাগজপত্র, চার চাকার সিটবেল্টের চেকিং চলছিল।
সেই সময়ই এক ব্যক্তি ট্রাফিক আইন ভেঙে এগিয়ে যান। তখনই বাঁধে বিপত্তি। বেজায় চটে যান ওসি। ওই ব্যক্তিকে শাস্তি দিতে বেছে নেওয়া হয় অভিনব পন্থা। রোদে গরমে পুলিশ যেভাবে ট্রাফিকের ডিউটি করে ঠিক সেই ভাবে ওই ব্যক্তিকে ট্রাফিক সামলাতে বলা হয়।
অলকেশ বাবু জানান, কোতুলপুরের লোককে বারবার সংশোধন করা হয়। এমনকি ফাইন করা হলেও কথা শোনে না। তাই এই অভিনব শাস্তি । অভিযুক্ত ব্যক্তিকে প্রায় আধঘন্টা ট্রাফিক সামলাতে হয়। পরে অবশ্য ওই ব্যক্তি নিজের দোষ স্বীকার করে নিয়েছেন।