বিতর্ক ও এই রাজ্যের বন্দেভারত, যেন সমার্থক হয়ে দাঁড়াচ্ছে। গত কয়েকদিন ট্রেনের এ মাথা থেকে ও মাথায় শুধু ঢিল পড়েছে। এবার চলন্ত বন্দেভারতে ওঠারও চেষ্টা করলেন এক ব্যক্তি। রেল জানিয়েছে, ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে। ঘটনাস্থল সেই মালদহ স্টেশন। প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দেওয়ার সময় ওই ব্যক্তি ট্রেনের মধ্যে উঠতে যান। স্টেশন চত্বরে হইহই পড়ে যায়। পরে দুই রেল পুলিশের তৎপরতায় ওই ব্যক্তিকে স্টেশনের মাঝখানে আনা হয়। ফলে বড় বিপদ থেকে বাঁচেন।
কী ভাবে হল এই ঘটনা ? জানা গিয়েছে, শনিবার হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল। সন্ধ্যা ছটা নাগাদ নির্দিষ্ট সময়ে ট্রেনটি স্টেশন ছাড়ে। সেইসময় চলন্ত ট্রেনের মধ্যে উঠতে যান শিবশঙ্কর বন্দ্যোপাধ্যায় নামের ওই ব্যক্তি। ততক্ষণে বন্ধ হয়ে গিয়েছে ট্রেনের স্বয়ংক্রিয় গেট। গার্ডের দরজা দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করেন ওই ব্যক্তি।
রেলে সূত্রে খবর, সি৫ কোচের ৯ নম্বর আসনটি বুকিং ছিল তাঁর নামে। এই ঘটনা দেখে হইহই শুরু হয়ে যায় প্ল্যাটফর্মে। ছুটে আসেন প্রত্যক্ষদর্শীরা। আসেন দুই রেলপুলিশ রমজিৎ কুমার ও সুমিত কুমার। সকলে মিলে শিবশঙ্করকে টেনে আনেন প্ল্যাটফর্মের মাঝে। বরাত জোরে রক্ষা পান তিনি। এরপরই দাঁড়িয়ে পড়ে ট্রেন। পরে ওই ট্রেনেই ফেরেন শিবশঙ্কর।