সাতসকালে আগুন। আগুন লেগেছে হাওড়ার রানিহাটিতে। পুলিশ ও দমকল সূত্রে জানা গিয়েছে, একটি পেপার মিলে আগুন লাগে। তবে কী থেকে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়।
সকালের এই ঘটনায় আগুন নেভাতে ওই পেপার মিলে গিয়েছেন দমকলের কর্মীরা। স্থানীয়দের দাবি, তাঁরাই প্রথম দমকলে খবর দেন। ঘটনাস্থলে আছে হাওড়া পুলিশও।
পাঁচলার ধানিশা এলাকার এই কারখানার আগুন আপাতত নিয়ন্ত্রণে। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন আয়ত্তে এনেছে। ঘটনার সময় কারখানার মধ্যে রাতের শিফটের কাজ চলছিল।