এক তৃণমূল নেতার অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল অণ্ডালের ছোড়া এলাকায়। মৃত নদিয়া ধীবর পান্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন বলেই খবর। পেশায় দুর্গাপুর আদালতের আইনজীবী ওই নেতার মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত স্থানীয় তৃণমূল নেতারাও।
পরিবার সূত্রে দাবি, শনিবার নিয়মমতোই অফিস থেকে ফেরেন খনি এলাকার ওই নেতা। খাওয়া-দাওয়া সেরে শুতে যান। রবিবার সকাল ৭টা-সাড়ে ৭টা নাগাদ তাঁর ঘরের দরজায় ধাক্কা দিলেও কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। এরপর বেশ কিছুক্ষণ কেটে গেলেও দরজা না খোলায় পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে নদিয়া ধীবরের ঝুলন্ত দেহ উদ্ধার করে।
আরও পড়ুন- Birbhum Rape Case: স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য বীরভূমে, অপমানে আত্মহত্যার চেষ্টা তরুণীর
ঘটনায় শোক প্রকাশ করেছেন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তাঁর কথায়, নদিয়া ধীবর দলের একজন দক্ষ কর্মী ছিলেন। তাঁর এই অকাল প্রয়াণ খনি অঞ্চলের রাজনীতিতে বড় ধাক্কা বলেই মত নরেন্দ্রনাথের। তবে কী কারণে নদিয়ার মৃত্যু, তা ময়নাতদন্তের পর সামনে আসবে বলে মত পুলিশের।