আদিবাসী তরুণীকে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য বোলপুরে। এই ঘটনায় সামনে এসেছে কবিগুরুর স্মৃতিধন্য বীরভূমের এক রিসর্টের নামও। ঘটনার তদন্তে নেমে গ্রেফতার করা হয় দু'জনকে। আপাতত অসুস্থ অবস্থায় বাড়িতেই চিকিৎসধীন উত্তর শিয়ালা গ্রামের ওই নির্যাতিতা।
জানা গিয়েছে, বোলপুরের এক নামী হোটেলে কাজ সেরে তিনি দিদির বাড়ি যাচ্ছিলেন। দুপুরের নির্জনতার সুযোগে সাহেবডাঙা এলাকা থেকে তাঁকে টেনেহিঁচড়ে তুলে নিয়ে যায় তিন দুষ্কৃতী। এরপর এলাকারই এক ফাঁকা মাঠে ওই তিন দুষ্কৃতী তাঁকে শারীরিকভাবে নির্যাতন করে বলে অভিযোগ ধর্ষিতার। ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়েন ওই তরুণী। চিকিৎসকের কাছে নিয়ে গেলে বিষয়টি সম্পর্কে পুলিশকে জানানো হয়।
আরও পড়ুন- Mamata Banerjee: আচমকা স্বরাষ্ট্র দফতরে মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর ঝটিকা সফরে তৎপর নবান্ন