ডাম্পারের ধাক্কায় এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য শ্রীরামপুরে। ঘটনার জেরে কার্যত রণক্ষেত্রের আকার নেয় এলাকা। শনিবার সকালে লিলুয়ায় কাজে যাওয়ার পথে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে যান পুষ্পা সাঁতরা। এরপরই উত্তেজিত জনতা এলাকায় তাণ্ডব শুরু করে বলে খবর।
স্থানীয় সূত্রে খবর, সকালে কাজে যাওয়ার পথে পেয়ারাপুর মোড়ে দিল্লি রোডের পাশে দাঁড়িয়েছিলেন ওই মহিলা। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পার তাঁকে পিষে দিয়ে চলে যায়। চোখের সামনে মৃত্যু দেখে উত্তেজিত হয়ে পড়ে জনতা। দিল্লি রোডে অবরোধের পাশাপাশি টায়ার জ্বালিয়ে বিক্ষোভে নামেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, রাস্তার ধারের পুলিশ কিয়স্কে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা।
আরও পড়ুন- MS Dhoni: মেজাজ হারালেন মহেন্দ্র সিং ধোনি, মাঠেই তরুণ সতীর্থকে ধমক