তিন বন্ধু মিলে বোটানিক্যাল গার্ডেনে(Botanical Garden) বসে নেশা করছিলেন। সে সময় নিরাপত্তারক্ষীরা তাড়া করলে গঙ্গায়(Jumped into River Ganges) ঝাঁপ দেন তিন যুবক। তাঁদের মধ্যে দু’জন বেঁচে গেলেও তলিয়ে গেলেন তৃতীয় জন। বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ ঘটনাটি ঘটলেও রাত পর্যন্ত তল্লশিতে ওই যুবকের কোনও হদিশ মেলেনি। যদিও রক্ষীদের তাড়ায় এই ঘটনা ঘটেছে, এই অভিযোগ অস্বীকার করেছে বোটানিক্যাল গার্ডেন কর্তৃপক্ষ।
অভিযোগ, বোটানিক্যাল গার্ডেনের পূর্ব দিকের জঙ্গলঘেরা অংশে বসে নেশা করছিলেন প্রসেনজিৎ মাঝি, সোনু মাঝি এবং আকাশ মাহাতো। এদিন ১ নম্বর জেটিঘাটে বসে থাকার সময় আচমকাই তাঁদের তাড়া করেন নিরাপত্তারক্ষীরা। সেই তাড়ায় ভয় পেয়ে তাঁরা গঙ্গায়(Jumped into River Ganges) ঝাঁপ দেন। তবে কিছুক্ষণের মধ্যেই আকাশ ও সোনু পাড়ে উঠলেও প্রসেনজিৎকে আর পাওয়া যায়নি। কিছুক্ষণ খোঁজাখুঁজির তাঁরা এলাকায় গিয়ে বিষয়টি জানান। খবর পেয়ে আসেন পুলিশের উচ্চপদস্থ কর্তারাও(Howrah City Police)। সন্ধে পর্যন্ত লঞ্চ নিয়ে তল্লাশি চালালেও ব্যর্থ হতে পুলিশকে। তবে ওই জেটিঘাট থেকে প্রসেনজিতের চটিজোড়া মিলেছে।
আরও পড়ুন- ISL ATK Mohunbagan VS JFC : ফের পয়েন্ট নষ্ট, জামশেদপুরের বিরুদ্ধে গোলশূন্য ড্র মোহনবাগানের