আধার কার্ডের নথি নিয়ে অতি সহজেই সর্বস্বান্ত করা হচ্ছে সাধারণ মানুষকে। বাড়ছে জালিয়াতি। তাই সরকারি কাজের জন্য নেওয়া আধার কার্ডের তথ্য যেন আড়াল করার ব্যবস্থা করা হয়। এই মর্মেই রাজ্যের অর্থ দফতরকে চিঠি দিয়ে সতর্ক করল কলকাতা পুলিশ।
জানা গিয়েছে, সম্পত্তি বা বিভিন্ন প্রয়োজনে রাজ্যবাসীর থেকে তথ্য সংগ্রহ করে সরকার। যা আপলোড করা হয় wbregistration.gov.in-সহ একাধিক ওয়েবসাইটে।
আরও পড়ুন - পুষ্প বৃষ্টি, বাজল ঢাক ঢোল, বাড়ি ফিরলেন 'সোনা'-র মেয়ে, রিচাকে স্বাগত শিলিগুড়ির
ফলে এই ওয়েবসাইটগুলি থেকে আধার নম্বর, আঙুলের ছাপ-সহ অন্যান্য বায়োমেট্রিক তথ্যের নথি বেহাত হওয়ার সম্ভবনা থাকে। সেই কারণেই রাজ্যকে এই নথি আড়াল করার ব্যবস্থা করতে চিঠি দিল পুলিশ।