রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে গেলে লাগবে আধার কার্ড। কারণ কন্যাশ্রী-রূপশ্রী সহ বিভিন্ন প্রকল্পের টাকা সরাসরি ছাত্র-ছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠায় নবান্ন। তাই আধার সংক্রান্ত ভুলভ্রান্তি এড়াতে এবার স্কুলেই আধার কার্ড তৈরি এবং সংশোধনের পরিষেবা দেবে রাজ্য শিক্ষা দফতর।
জানা গিয়েছে, রাজ্যের প্রতিটি ব্লকে দু’টি করে স্কুল ঠিক করে এই আধার কার্ড সংক্রান্ত কাজ শুরু হবে। ব্লক ধরে সেই স্কুলগুলির নাম জানানো হবে। তবে সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা পায়, এমন ছাত্রছাত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে। মূলত, নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা এই সুযোগ পাবে বলে খবর। পরবর্তীতে ধাপে ধাপে বাকিদেরও এই পরিষেবার আওতায় আনা হবে।
আরও পড়ুন- IPL 2023 Liton Das : অবশেষে কলকাতায় লিটন দাশ, কিন্তু থাকবেন কতদিন ?