বিচারব্যবস্থা থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে এসেছেন। তমলুকে প্রচার করতে যান তিনি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শব্দচয়ন নিয়ে এবার তৈরি হল বিতর্ক।
সোমবার তমলুকের প্রচারে গিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "মানুষের শ্রমের দ্বারা উপার্জিত অর্থে ছোট বাড়ি করা, একটা সংসার তৈরি করা, এসবের মূল্য ওই চোর ছ্যাঁচাররা দেয় না।"
এরপরই তিনি বলেন, শুধু আপনাদের বলবে, হাজার টাকা দিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভাণ্ডারে বারো'শ টাকা দিয়ে দিচ্ছি। এই জানোয়াররা এটা জানে না মানুষ ভিখিরি নয়। যে টাকা তোমরা দিচ্ছ, লক্ষ্মীর ভাণ্ডারের নামে তা তোমাদের টাকা নয়, পৈতৃক সম্পত্তি নয়।"