পদত্যাগ করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় । রবিবারই এক সংবাদমাধ্যমকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন । সেইমতো মঙ্গলবার সকালে বিচারপতি পদ থেকে ইস্তফা দিলেন তিনি । জানা গিয়েছে এদিন সকালেই রাষ্ট্রপতিকে ইস্তফা পত্র পাঠিয়েছেন । এরপর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের সঙ্গে দেখা করেন তিনি ।
জানা গিয়েছে, এদিন সকাল ১০টার কিছু পরে কলকাতা হাই কোর্টে আসেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপর ১০টা ৩৫ মিনিট নাগাদ জিপিও থেকে রাষ্ট্রপতিকে পদত্যাগ পত্র পাঠান । রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি পাঠানোর পাশাপাশি কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকেও ইস্তফাপত্র পাঠিয়েছেন তিনি।
২০১৮ সালের মে মাসে কলকাতা হাইকোর্টে বিচারপতি হিসেবে কাজে যোগ দেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় । এবছর অগাস্ট মাসেই তাঁর অবসর নেওয়ার কথা ছিল । তাঁর আগেই পদত্যাগ করলেন তিনি । সূত্রের খবর, বিজেপির হাত ধরে রাজনীতিতে প্রবেশ করবেন তিনি ।
উল্লেখ্য, সোমবারই হাইকোর্টে ছিল তাঁর শেষ দিন । হাতে থাকা সমস্ত মামলার কাজ শেষ করেছেন ওইদিনই । সোমবার দুপুর ২টো ৪৭ মিনিটে এজলাস ছাড়েন অভিজিৎ গঙ্গোপাধ্যায় । হাইকোর্টে ছিলেন প্রায় রাত ১১টা পর্যন্ত । তাঁর সঙ্গে দেখা করতে আদালত চত্বরে ভিড় করেছিলেন বহু মানুষ ।