নাম না করে তুফানগঞ্জে সভা থেকে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কটাক্ষের জবাব দিলেন প্রাক্তন বিচারপতি। তিনি জানিয়েছেন, অযোগ্য প্রার্থীদের চাকরি বাতিল করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করেছেন তা অসত্য বলে দাবি করেছেন তিনি।
কোচবিহারের প্রার্থী প্রকাশচিক বরাইকের সমর্থনে শুক্রবার সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে নাম না করে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেস নেত্রী। তিনি বলেন, "আপনি অনেকের চাকরি খেয়েছেন। এবার আপনার চাকরি খাবে জনগন।"
বিচারপতি থাকাকালীন একাধিক চাকরি মামলার রায় দিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বাতিল করেন একাধিক চাকরি। এবার নির্বাচনী প্রচার মঞ্চে তাঁকেই কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।