বিএসএফের গুলিতে গীতলদহে স্থানীয় যুবকের মৃত্যু। কোচবিহারের সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) ও ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রক নিশীথ প্রামাণিককে কাঠগড়ায় তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।
কোচবিহারের মাথাভাঙা কলেজ ময়দানে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "বিএসএফের উপদ্রবের কথা আপনারা সবাই জানেন। কিন্তু এই যে নির্দোষ রাজবংশী যুবককে হত্যা করল কেন্দ্রীয় বাহিনী। যে কেন্দ্রের ক্ষমতাসীন দল রাজবংশীদের দরদ দেখায়,, আমি তাদের প্রশ্ন করথি। প্রেমকুমার কে ছিলেন? জঙ্গি!"
আরও পড়ুন: রাজ্যভাগ নিয়ে অবস্থান স্পষ্ট করুক বিজেপি, কোচবিহার থেকে হুঁশিয়ারি অভিষেকের
এরপর স্থানীয় সাংসদ নিশীথ প্রামাণিকের উদ্দেশ্যেও কটাক্ষ করেন তিনি। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, "৫০টা ক্যামেরার সামনে বুক ঠুকে বলে যাচ্ছি, তোমাদের স্ট্যান্ড ক্লিয়ার করো। উদাহরণ তুলে ধরলাম, প্রেমকুমারের পোস্টমর্টেম রিপোর্ট আমি হাতে নিয়ে এসেছে। সেই রিপোর্ট দেখে আমি হতবাক। রিপোর্ট বলছে, তার শরীর থেকে ১৮০টি বুলেটের টুকরো পাওয়া গিয়েছে।" অভিষেকের হুঁশিয়ারি, এর শেষে দেখে ছাড়বেন তাঁরা।