বাংলা ভেঙে আলাদা রাজ্য! বিজেপির নিজেদের অবস্থান কী! কোচবিহারের সভা থেকে বিজেপির কেন্দ্র ও রাজ্যের নেতাদের কার্যত চ্যালেঞ্জ ছুঁড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। অভিষেকের দাবি, বিজেপির শীর্ষ নেতারা রাজ্য ভাঙার পক্ষে নয়। কিছু নেতা রাজনৈতিক স্বার্থ রাজ্যভাগের ভাবনা উসকে দিচ্ছেন।
কোচবিহারের মাথাভাঙার কলেজ ময়দান থেকে অভিষেক চ্যালেঞ্জ করে বলেন, "যারা বলে উত্তরবঙ্গ আলাদা রাজ্য চাই, আলাদা কেন্দ্রশাসিত এলাকা চাই। তাদের বলছি, ২৪ ঘণ্টা নাও, ৪৮ ঘণ্টা নাও, ৯৬ ঘণ্টা নাও, ১ সপ্তাহ কিংবা, ১ মাস সময় নাও। তবে আলাদা উত্তরবঙ্গ নিয়ে অবস্থান স্পষ্ট করুন।"
আরও পড়ুন: পঞ্চায়েতে হিংসা বরদাস্ত নয়, দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি, কড়া বিবৃতি জারি রাজ্যপালের