ঠাকুরনগরের মূল মন্দিরে প্রবেশ করতে পারলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, মন্দিরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। আর সেকারণে পুজো না দিয়েই ফিরতে হল অভিষেককে।
নবজোয়ার কর্মসূচিতে রবিবার ঠাকুরনগরে গিয়ে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে মূল মন্দিরে পুজো দেওয়ার কথা ছিল তাঁর। অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছনোর আগেই মন্দিরের ভিতরে ঢুকে পড়েন শান্তনু ঠাকুর। এবং তিনি মন্দিরের ভিতর থেকে দরজা বন্ধ করে দেন। মূল মন্দিরে পুজো না দিলেও পাশের একটি মন্দিরে পুজো দেন অভিষেক।
এদিকে মন্দির সংলগ্ন এলাকা থেকেই শান্তনুকে হুঁশিয়ারি দিয়ে অভিষেক জানান, তিন মাস অন্তর ঠাকুরনগর যাবেন তিনি।