পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগ যাত্রার ডাক দিয়েছে তৃণমূল। ৬০ দিনের এই কর্মসূচিতে বর্তমানে কোচবিহারে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকাল থেকেই কোচবিহারের বিভিন্ন প্রান্তে টানা কর্মসূচি রয়েছে অভিষেকের।
জানা গিয়েছে, এদিন সকালেই শীতলখুচিতে গিয়ে বিএসএফের গুলিতে মৃত প্রেমকুমার বর্মন এবং মোজাফফর রহমানের পরিবারের সঙ্গে দেখা করেন অভিষেক। এরপর মাধাইকল কালীবাড়িতে পুজো দিয়ে জনসংযোগ যাত্রা শুরু করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সকাল ১১টা নাগাদ সাহেবগঞ্জ ফুটবল মাঠে দিনহাটা অঞ্চলের তৃণমূল কর্মীদের নিয়ে জনসভা করেন তিনি। বেলা ১টা নাগাদ গোসানিমারি স্কুলমাঠে সিতাই অঞ্চলের কর্মীদের নিয়ে জনসভা করবেন অভিষেক। বেলা ৩টে নাগাদ আরও একটি জনসভা রয়েছে শীতলখুচিতে। বিকেল ৫টা নাগাদ মাথাভাঙা কলেজ মাঠে কোচবিহারের ৫টি বিধানসভা কেন্দ্রের গ্রাম পঞ্চায়েত প্রধান-চেয়ারম্যান-বুথ সভাপতিদের নিয়ে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাতে তিনি মাথাভাঙা কলেজ প্রাঙ্গণেই থাকবেন বলেই খবর।