তাঁর কেন্দ্র ডায়মন্ড হারবারের (Diamond Harbour) বাসিন্দাদের জন্য ফের এক জনসেবামূলক উদ্যোগ নিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর নির্দেশেই 'দূয়ারে সরকার'-এর আদলে ডায়মন্ড হারবারে (Diamond Harbour) শুরু হল 'পাড়ায় আমরা' কর্মসূচি।
আরও পড়ুন: কেজরিওয়ালের বাসভবনে হামলা চালাল বিজেপি, ভাঙল সিসিটিভি, অভিযোগ মনীশ শিশোদিয়ার
তবে, এখনও পর্যন্ত যা খবর, তাতে রাজ্যের মধ্যে একমাত্র ডামন্ড হারবার লোকসভা কেন্দ্রের (Diamond Harbour) অন্তর্গত বাসিন্দারাই এই কর্মসূচির সুবিধা পাবেন।
ইতিমধ্যেই আগামী বছরের পঞ্চায়েত নির্বাচনকে 'পাখির চোখ' করে পাড়ায় পাড়ায় সাধারণ মানুষের বাড়ি যেতে শুরু করেছেন যুব তৃণমূলের (TMC) কর্মীরা। ডায়মন্ড হারবার ১ নং ব্লকের বাসুলডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকার লক্ষীপুর গ্রাম থেকে 'পাড়ায় আমরা' কর্মসূচি শুরু করলেন ডায়মন্ড হারবার ১ নং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম অধিকারী।