শুক্রবার সকালে ভবানীপুরের শান্তিনিকেতন আবাসন থেকে সল্টলেক সিজিও কমপ্লেক্সের (Saltlake CGO complex) উদ্দেশে রওনা দিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) গাড়ি। কয়লা পাচার কাণ্ডে (Coal Scam) ডায়মন্ড হারবারের সাংসদকে আজই কলকাতার দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। সিজিও দফতরেও এদিন সকালে পৌঁছে গিয়েছেন ইডি-র আধিকারিকরা।
এর আগেও ২০২১ সালের ৬ সেপ্টেম্বর এবং চলতি বছরের ২১ মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দু’বার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। দু’বারই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় দিল্লিতে। এবার ইডি’র সদর দফতরের পরিবর্তে কলকাতাতেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে৷
Abhishek Banerjee: দিল্লিতে নয়, আজ কলকাতাতেই অভিষেককে তলব করল ইডি
আগামী সোমবার এই মামলায় তলব করা হয়েছে অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরকে। তাঁকে প্রথমে দিল্লিতেই তলব করা হয়েছিল। কিন্তু মেনকা এই নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হন। আদালত নির্দেশ দেয় কলকাতাতেই মেনকাকে জিজ্ঞাসাবাদ করতে হবে।