মঙ্গলবার সকালেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন বিএসএফের গুলিতে মৃত প্রেম কুমার বর্মন ও মোফাজ্জল হোসেনের পরিবার। বামনহাটের অস্থায়ী তাঁবুতে তাঁরা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা করেন।
এদিন তাঁর কাছে ছেলের মৃত্যুর বিচার চেয়ে আবেদন করেন প্রেম বর্মনের বাবা-মা। মৃত মোফাজ্জল হোসেনের স্ত্রী জানান, স্বামীর মৃত্যুর পর তাঁরা কার্যত পথে বসেছেন। ফলে কাজের দাবি নিয়ে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তিনি।
আরও পড়ুন- India Covid Update: দেশে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৬,৬০০ জন, মৃত্যু হয়েছে ২৪ জনের
উল্লেখ্য, ২০২২ সালের ৩০ জুন মারা যান প্রেম বর্মন ও মোফাজ্জল হোসেন। অভিযোগ, বিএসএফের গুলিতে মৃত্যু হয়েছিল ওই দুই ব্যক্তির। মঙ্গলবার নিহতদের পরিবারের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন অভিষে। তাঁদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নিতেও দেখা যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে।