Abhishek Banerjee: পর্যবেক্ষক পার্থ চট্টোপাধ্যায় নেই, দুই মেদিনীপুরে সাংগঠনিক বৈঠকে অভিষেক

Updated : Aug 29, 2022 11:41
|
Editorji News Desk

দুই হেভিওয়েট নেতার গ্রেফতারির পর শাসক দল তৃণমূলের ভাবমূর্তি কিছুটা হলেও ক্ষুণ্ণ হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। সোমবার ও মঙ্গলবার দুই মেদিনীপুরে সাংগঠনিক বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সোমবার পশ্চিম মেদিনীপুরে ঘাটাল ও মেদিনীপুর সাংগঠনিক জেলা নিয়ে বৈঠকে বসতে চলেছেন তিনি। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলায় বৈঠক।

দুই মেদিনীপুর জেলার সাংগঠনিক দায়িত্ব ও পর্যবেক্ষক ছিলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। প্রাক্তন শিক্ষামন্ত্রীর গ্রেফতারির পর প্রথম পশ্চিম মেদিনীপুরকে নিয়ে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুর্নীতির বিরুদ্ধে কোনও আপস করবে না দল, তা আগেই জানিয়ে দিয়েছে তৃণমূল। পঞ্চায়েত ভোটের আগের দলীয় কর্মীদের চাঙ্গা করতেই এই বৈঠক। তৃণমূল-স্তর থেকে শুদ্ধিকরণের প্রক্রিয়া শুরু করেছে দল।

আরও পড়ুন: ভোলে ব্যোম'-এর পর 'শিব শম্ভু', বীরভূমের আরও একটি রাইস মিলে হানা CBI-এর

ইতিমধ্যেই বিভিন্ন জেলায় বৈঠক করছে তৃণমূল। ইতিমধ্যে একের পর এক জেলাওয়াড়ি বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার ঘাটাল ও পশ্চিম মেদিনীপুরের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে এবার পশ্চিম মেদিনীপুর জেলা। এখানে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রীর নামে স্কুল আছে। জেলায় পার্থ চট্টোপাধ্যায়ের অনুগামীও অনেক। ৬ মাসের মধ্যে নতুন তৃণমূলের প্রতিশ্রুতি দিয়েছেন অভিষেক। সেই দিকেই তাকিয়ে জেলা নেতৃত্ব।

তৃণমূলের রাজনৈতিক উত্থান ও শক্ত ঘাঁটি পূর্ব মেদিনীপুর। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ও। এই জেলার সাংগঠনিক বৈঠক নিয়েও গুরুত্ব দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের হাইভোল্টেজ লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জিতেছেন শুভেন্দু অধিকারী। মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের শীর্ষ নেতৃত্বকে নিয়ে বৈঠক করে নতুন বার্তা দিতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 

East MidnapurTMCAbhishek BanerjeeWest midnapurPartha ChatterjeeAITC

Recommended For You

editorji | লোকাল

West Bengal Weather Update: ডিসেম্বরে উধাও শীত, নিম্নচাপের জেরে সপ্তাহান্তে বৃষ্টি, বড়দিন কি মাটি?

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?

editorji | লোকাল

Tarapith Mandir: তারাপীঠ মন্দির দর্শনের নতুন নিয়ম চালু, না জানলে বিপদে পড়বেন আপনি

editorji | লোকাল

Firhad Hakim: ফিরহাদের বিতর্কিত মন্তব্য! সমর্থন নয়, জানাল তৃণমূল কংগ্রেস

editorji | লোকাল

Krishnanagar Bori Gram : নদিয়ার বড়িগ্রাম, শীত এলে আজও গাঁয়ের মেয়ে-বউরা যত্ন করে বড়ি দেন