"আগামী কুড়িদিন কোনও রাজনীতি নয়। রাজনীতি হবে ২০২৩ এর ১ জানুয়ারি থেকে। আগামী দিনগুলোতে ডায়মন্ড হারবার লোকসভাজুড়ে হবে শুধুই ফুটবল আর ফুটবল।" বলেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সে কথা রাখলেন তিনি। ডায়মন্ড হারবারে এমপি কাপের ফাইনালও মাঠে বসে দেখলেন তিনি। ফাইনালে মুখোমুখি হওয়া দুই দলের খেলোয়াড়দের উদ্বুদ্ধ করেন। ফাইনাল ম্যাচে ফলতা ২-০ গোলে হারিয়ে দেয় বজবজকে। খেলাটি হল মহেশতলার বাটানগর স্টেডিয়ামে। ফুটবল সম্রাট পেলের স্মরণে নীরবতাও পালন করা হয় মাঠে। তার পর খেলা শুরু হয়। বিশেষ দর্শকাসনে বসে পুরো ম্যাচ দেখেন অভিষেক।
উল্লেখ্য, ডায়মন্ড হারবার ক্লাবকে দেশের অন্যতম সেরা ফুটবল ক্লাব করে তোলার ব্যাপারে বরাবরই বদ্ধপরিকর অভিষেক। তিনি বলেছিলেন, ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব প্রথম ডিভিশনে আত্মপ্রকাশ করবে। তা ডায়মন্ড হারবার করেছে। শুধু তা-ই নয়, প্রথম বছরই ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের সাফল্যের সিঁড়ি বেয়ে প্রথম ডিভিশন থেকে প্রিমিয়ার ডিভিশনে কোয়ালিফাই করেছে।
সাদা টি শার্টের উপর মেরুন রঙের লেদার জ্যাকেট। পায়ে কালো রঙের স্পোর্টস জুতো পরে মাঠে এসেছিলেন অভিষেক। হাতে ছিল মোবাইল ফোন। গোটা ম্যাচ দেখার পর দুই দলের হাতেই পুরস্কার তুলে দেন তিনি।