এবার মোদী রাজ্য গুজরাটে প্রশ্নের মুখে বিজেপির ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ(ABVP)। আমদাবাদের এসএএল পলিটেকনিক কলেজের(SAL Polytechnic College) এক অধ্যক্ষাকে ছাত্রীর পা ছুঁতে বাধ্য করানোর অভিযোগ উঠল এবিভিপির এক নেতার বিরুদ্ধে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, অধ্যক্ষার ঘরে বাকবিতণ্ডা চলছে। তর্কবিতর্ক চলার মধ্যে হঠাৎই চেয়ারে বসে থাকা অধ্যক্ষাকে দেখা গেল তাঁর সামনে দাঁড়ানো ছাত্রীকে নত হয়ে প্রণাম করলেন। তাঁর পা ছুঁলেন।
যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা। কংগ্রেসের(Congress) ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া(NSUI) তরফে দাবি করা হয় ভিডিয়োটি আমদাবাদের(Ahmedabad) এসএএল ডিপ্লোমা কলেজের। দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীর কলেজে হাজিরা নিয়ে বচসার সূত্রপাত। অভিযোগ, গত বৃহস্পতিবার ছাত্রীর হয়ে সওয়াল করতে অধ্যক্ষা মণিকা স্বামীর(Manika Swami) অফিসে ঢোকেন এবিভিপি নেতা(ABVP Leader) অক্ষত জয়সওয়াল। তখনই কথাকাটি চলতে চলতে এই ঘটনা ঘটে।
আরও পড়ুন- Wheat Export Ban: ক্রমাগত মূল্যবৃদ্ধিতে আশঙ্কিত ভারত, গম রফতানি আপাতত বন্ধের সিদ্ধান্ত কেন্দ্রের
বিষয়টির তীব্র বিরোধিতা করেছে ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া(NSUI)। ছাত্র সংগঠনের জাতীয় আহ্বায়ক ভাবিক সোলাঙ্কি(Bhavik Solanki) বলেন, “এবিভিপির এই কাজ অত্যন্ত নিন্দনীয়। এই ঘটনাই প্রমাণ করে যে এবিভিপি গুন্ডাগিরি করে।”