বাগুইআটি কাণ্ডে ফের গ্রেফতার। এবার দিল্লি থেকে কানহাইয়া কুমার নামে এক যুবককে গ্রেফতার করল সিআইডি। ধৃত কানহাইয়া গাড়ির চালক ছিলেন বলেই খবর। জানা গিয়েছে, তাঁকে ট্রানজিট রিমান্ডে কলকাতায় আনার পরই আদালতে পেশ করা হবে।
আগেই গ্রেফতার হয় এই ঘটনার মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরি। হাওড়া স্টেশন থেকে তাঁকে নাটকীয়ভাবে গ্রেফতার করে সিআইডি। পুলিশ সূত্রে খবর, অন্য রাজ্যে পালানোর ছক কষেছিলেন সত্যেন্দ্র। ট্রেনে যাবেন বলে গিয়েছিলেন হাওড়া স্টেশন চত্বরে। টিকিট কাটার আগে এক আত্মীয়ের সঙ্গে অনলাইনে টাকার একটি লেনদেন করেন অভিযুক্ত। ওই অনলাইন লেনদেনের সূত্র ধরেই সত্যেন্দ্রের হদিস পায় বিধাননগর পুলিশ। তারপরই তাঁকে পাকড়াও করে সাদা পোশাক পরিহিত পুলিশের একটি দল।
আরও পড়ুন- Viswakarmapuja 2022 : চলন্ত ট্রেনেই দেবশিল্পীর আধারনা, ২৫ বছরে কোলফিল্ড এক্সপ্রেসের পুজো
প্রসঙ্গত, গত ২২ অগস্ট থেকে নিখোঁজ ছিল বাগুইআটির হিন্দু বিদ্যাপীঠের দশম শ্রেণির ওই দুই ছাত্র। পরিবারের অভিযোগ, বারবার থানা-পুলিশ করেও দুই ছাত্রের হদিশ পাননি তাঁরা। গত ২৩ অগস্ট ন্যাজাট থানা এলাকা থেকে উদ্ধার হয় অতনুর দেহ। ঠিক তার দু'দিন পর, গত ২৫ অগস্ট হাড়োয়া থানার কুলটি গ্রাম পঞ্চায়েত এলাকায় নয়ানজুলি থেকে উদ্ধার করা হয় অভিষেকের দেহ।