বৃহস্পতিবার আসামিদের নির্বাচন লড়ার সুযোগ থাকবে কিনা তা নিয়ে রায় দিতে পারে দেশের শীর্ষ আদালত। ২ বছর বা তার অধিক কোনও সাংসদ-বিধায়ক দোষী সাব্যস্ত হওয়ার পরে জেল খাটলে, আজীবনের জন্য তাঁরা নির্বাচন লড়ার অধিকার হারাবে- এই মামলার রায় ঘোষণা বৃহস্পতিবার সকাল ১০.৩০ টায় , প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ থেকে।
Mahua Moitra: মাঠে গোলে শট, এথিক্সের সুপারিশ নিয়ে কি প্রতিক্রিয়া মহুয়ার?
দাগি আসামিরা পাকাপাকিভাবে ভোটে দাঁড়ানোর অধিকার হারাক, এই নিয়ে শীর্ষ আদালতে ২০১৬ সালে মামলা দায়ের করেছিলেন অশ্বিনীকুমার উপাধ্যায়। গত ৭ বছর ধরে মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে। এই মামলায় সুপ্রিম কোর্ট নিযুক্ত আদালত বান্ধব বিজয় হংসরিয়া ৬ বছরের নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াতে বলেছিলেন। তাঁর যুক্তিতে, কোনও সরকারি কর্মচারী অপরাধ করলে পাকাপাকিভাবে তার চাকরি যায়। তবে একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে সাজার মেয়াদ শেষের ছ’বছরের মধ্যেই আবার ভোটে লড়ার সুযোগ দেওয়া উচিত নয়। এর ভিত্তিতেই আজ রায়দান।